ঢাকার বিপক্ষে বড় পুঁজি নোয়াখালীর
হারের বৃত্ত থেকে বের হয়ে নিজেদের যেন মেলে ধরেছে নোয়াখালী এক্সপ্রেস। আজ রোববার (১১ জানুয়ারি) তারা মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালসের। সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলেছে নোয়াখালী। পারফরম্যান্স বিবেচনায় ঢাকার জন্য এটি বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য।
নোয়াখালীর হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুই ওপেনারই। ৯.২ ওভারের উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও হাসান ঈশাখিল মিলে করেন ১০১ রান। ২৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৮ রান করেন সৌম্য। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে ফিরেছেন ঈশাখিল। ৬০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৯২ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তিনি।
শুরুর দুরন্তপনা অবশ্য ধরে রাখতে পারেনি নোয়াখালী। শেষের দিকে দ্রুত উইকেট হারায় তারা। দুই ওপেনার ছাড়া নোয়াখালীর পক্ষে বলার মতো আর কেউই রান করতে পারেননি। মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ১৩ বলে ১৭ রান। বাকিদেরন মধ্যে কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
ঢাকার পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৮৪/৭ (ঈশাখিল ৯২, সৌম্য ৪৮, শাহাদাত ৩, সোহান ৪, নবী ১৭, হায়দার ০, জাকের ৮, হাসান ০*, রানা ৪*; ইমাদ ৪-০-৩৬-০, সাইফউদ্দিন ৩-০-২৩-২, জিয়াউর ৩-০-৪৬-২, নাসির ৩-০-২৪-০, তাইজুল ৪-০-২৯-২, মামুন ৩-০-২৪-২)

স্পোর্টস ডেস্ক