নোয়াখালীর বিপক্ষে টস জিতে বোলিং করছে চট্টগ্রাম
উত্তপ্ত একটা দিন শেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজকের ম্যাচ দিয়ে শুরু বিপিএলের চলমান আসরের ঢাকা পর্ব। প্রথম দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস আর নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালী এক্সপ্রেসকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।
বিপিএলের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান দুই প্রান্তে। ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা। ইতোমধ্যে বিপিএলে প্লে-অফও নিশ্চিত হয়ে গেছে দলটির।
অন্যদিকে, বিপিএলের শুরুটা ভালো হয়নি নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। প্রথম ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। তবে শেষ দুই ম্যাচে জয় পেয়েছে দলটি। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। আছে টেবিলের সবার নিচে।
তবে শেষ দুই ম্যাচ জিতে এখনো কাগজে-কলমে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে নোয়াখালী। তবে সেজন্য বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই আজ অ্যাসিড টেস্ট অপেক্ষা করছে তাদের জন্য।
এ ম্যাচে অবশ্য সর্বশক্তির দলও পাচ্ছে না নোয়াখালী। দলের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী চলে গেছেন জাতীয় দলের ম্যাচ খেলার জন্য। একই অবস্থা চট্টগ্রামেরও। চোটের কারণে নেই দারুণ ফর্মে থাকা ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন।

স্পোর্টস ডেস্ক