বড়দিনে আপেল হানি কেক

বড়দিনের আয়োজনে প্রধান আকর্ষণ থাকে কেক। তাই আজ ভিন্ন স্বাদের আপেল হানি কেক তৈরির রেসিপি দেওয়া হয়েছে। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন আপেল হানি কেক।উপকরণ  আপেল কুচি দুই কাপ, ডিম তিনটি, মাখন এক কাপ, চিনি এক কাপ, ময়দা এক কাপ, ভ্যানিলা এসেন্স তিন/চার ফোঁটা, মধু চার টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ ও আমন্ড পাউডার এক কাপ।প্রস্তুত প্রণালি ...