করোনায় অভিনব পন্থায় কনের গায়েহলুদ
করোনা মানুষের স্বাভাবিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এতটাই পরিবর্তন নিয়ে এসেছে, বিয়েতে কনের গায়ে হলুদ মাখানো হচ্ছে সামাজিক দূরত্ব মেনে, দেয়াল রং করার রোলার ব্রাশ দিয়ে!
ব্যাপারটা আপনার বিশ্বাস না হলেও এমন ঘটনা ঘটেছে ভারতে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, টুইটারে জনপ্রিয় ব্যক্তিত্ব হরজিন্দর সিং কুকরেজা এমন একটি ভিডিও শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, সামাজিক দূরত্বের অভিনব হলুদ অনুষ্ঠান। এটি একটি প্রাক-বিবাহ অনুষ্ঠান, যেখানে বিবাহিত নারীরা কনে ও বরকে হলুদ, তেল ও পানি মাখায়। এই নিয়মকে বিয়ের আগে দম্পতিকে ‘আশীর্বাদ’ বলা হয়।
হরজিন্দর সিং কুকরেজা প্রকাশিত এমন অভিনব গায়েহলুদের ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই করোনার মাঝে নতুন এই হলুদ মাখানোর পদ্ধতির প্রশংসা করছেন।