নতুন আইফোন আসছে ১৫ সেপ্টেম্বর?

গুঞ্জন ছিল, আগামী ১২ অক্টোবর উন্মোচন হবে ‘আইফোন ১২’ আর বাজারে আসবে ১৮ অক্টোবর। তবে এ প্রসঙ্গে অফিশিয়ালি ঘোষণা আসার কথা ছিল চলতি সপ্তাহে।
অবশেষে সেই ঘোষণা এলো, ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘টাইম ফাইলস’ শিরোনামে বার্ষিক পণ্য উন্মোচনের সবচেয়ে বড় ইভেন্টের তারিখ ঘোষণা করে আমন্ত্রণপত্র পাঠিয়েছে অ্যাপল। তবে আমন্ত্রণপত্রে অ্যাপল বিস্তারিত কিছু জানায়নি।
তবে ধারণা করা হচ্ছে, এই আয়োজনে অ্যাপল ওয়াচ ও নতুন আইপ্যাডসহ বেশ কিছু পণ্য উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের এই আয়োজনে ‘আইফোন ১২’ উন্মোচন নাও করা হতে পারে।

ওই আমন্ত্রণপত্রে অ্যাপল পার্কে অতিথিদের আসার কথা বলা হয়েছে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর রাত ১১টা)। এ ছাড়া জানানো হয়েছে, অ্যাপল ডটকম ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে আয়োজনটি।
এর আগে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইট থেকে জানা জানিয়েছিল, ফাইভজি প্রযুক্তি নিয়ে চার সংস্করণে বাজারে আসছে ‘আইফোন ১২’। যার মধ্যে ‘আইফোন ১২’ শিরোনামে ফোনটি হবে ৫.৪ ইঞ্চি, ‘আইফোন ১২ ম্যাক্স’ ফোনটি হবে ৬.১ ইঞ্চি, ‘আইফোন ১২ প্রো’ ফোনটি হবে ৬.১ ইঞ্চি ও ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’ ফোনটি হবে ৬.৭ ইঞ্চি। নতুন এই ফোনের সংস্করণ হবে নতুন ডিজাইনে ও ওএইএলডি ডিসপ্লের। এ ছাড়া থাকবে উন্নত ক্যামেরার সঙ্গে উন্নত ব্যাটারি। বিশ্বজুড়ে করোনার কারণে দাম কিছুটা কমিয়ে ফোনটি বিক্রি করা হবে ৬৪৯ থেকে এক হাজার ৯৯ মার্কিন ডলারের মধ্যে।