আসছে গুগলের দুটি নেক্সাস ফোন
যাঁরা গুগলের নেক্সাস সিরিজের স্মার্টফোন এবং ট্যাবের অপেক্ষায় আছেন, তাঁদের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই রয়েছে। দুঃসংবাদ এ কারণে যে, এ বছর নতুন কোনো ট্যাব বাজারে ছাড়বে না গুগল। তবে দুটি নতুন স্মার্টফোন নিয়ে আসবে তারা। এ দুটি স্মার্টফোন নিয়ে কাজ করছে এলজি ও হুয়াওয়ে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ জানিয়েছে এ খবর।
অ্যাঙ্গলার কোডনেমে পরবর্তী নেক্সাস ফোন তৈরির কাজ চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি। ৫.২ ইঞ্চি স্ক্রিনের এই সেটে থাকবে ২৭০০ এমএএইচের ব্যাটারি। হেক্সা-কোর স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরে চলবে এলজির এই ফোনটি। তবে এসব ব্যাপারে গুগল বা এলজির পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে কাজ করছে নেক্সাসের ফোন হুয়াওয়ে বুলহেড নিয়ে। অ্যানড্রয়েড পুলিশ জানিয়েছে, ৫.৭ ইঞ্চি স্ক্রিনের এই সেটে থাকবে ৩৫০০ এমএএইচের ব্যাটারি। স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরে চলবে এটি।
এ বছরের অক্টোবরে এলজি অ্যাঙ্গলার এবং হুয়াওয়ে বুলহেড বাজারে আনতে পারে গুগল। আগামীকাল থেকে শুরু হচ্ছে গুগলের দুই দিনব্যাপী আই/ও ডেভেলপার কনফারেন্স। অ্যানড্রয়েডের পরবর্তী সংস্করণে কী কী থাকছে সেটা জানানো হবে এই কনফারেন্সে।