স্মার্ট কন্ট্যাক্ট লেন্স

আসছে স্মার্ট কন্ট্যাক্ট লেন্স। এটি পরলে সুপারহিরোদের মতো প্রখর দৃষ্টিশক্তি মিলবে। সুইজারল্যান্ডের একদল গবেষকের তৈরি স্মার্ট লেন্সটি ব্যবহার করে দূরের কোনো বস্তু জুম করে কাছে এনে দেখা যাবে। তাই ক্ষীণদৃষ্টি বা বয়সের কারণে দৃষ্টিশক্তি প্রায় হারানো ব্যক্তিদের ক্ষেত্রে সহায়ক হবে এই স্মার্ট লেন্স।
যুক্তরাজ্যের সাময়িকী ইনডিপেনডেন্টের সুইজারল্যান্ডের লউসেনের সুইস ফেডারেলের ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক স্মার্ট কন্ট্যাক্ট লেন্স নিয়ে গবেষণা করছেন। এর নেতৃত্বে আছেন প্রতিষ্ঠানটির শিক্ষক এরিক ট্রেম্বলে।
শনিবার ক্যালিফোর্নিয়ার সান জোসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের এক সভায় স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের একটি নমুনা প্রদর্শন করেন গবেষকরা।
নমুনার কন্ট্যাক্ট লেন্সটি গতানুতিক লেন্সের চেয়ে কিছুটা বড়। এর মধ্যে একটি অ্যালুমিনিয়ামের তৈরি অতিক্ষুদ্র টেলিস্কোপ (দূরবীক্ষণ যন্ত্র) থাকে। এতে ব্যবহৃত বিশেষ কাচের লেন্স সাধারণ দৃষ্টি ও দূরবীক্ষণ দৃষ্টি নিয়ন্ত্রণ করে। স্মার্ট কন্ট্যাক্ট লেন্সে কোনো দূরবর্তী বস্তু জুম করতে হলে ডান চোখের পাতা নাড়াতে হবে। আর জুম থেকে সাধারণ দৃষ্টিতে ফিরে যেতে বাঁ চোখের পাতা নাড়াতে হবে।
জুম করার ক্ষমতাসম্পন্ন প্রথম স্মার্ট লেন্স তৈরি করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা ডারপা। তবে এগুলো তৈরি করা হয়েছিল মনুষ্যবিহীন বিমান ড্রোনের ক্যামেরার জন্য।
গবেষক এরিক ট্রেম্বলে বলেন, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ও বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে স্মার্ট লেন্স ভালো সমাধান হতে পারে।
এরিক ট্রেম্বলে আরো বলেন, স্মার্ট কন্ট্যাক্ট লেন্স তৈরির গবেষণা এখনো অব্যাহত আছে। তবে একসময় এটি মানুষের দৃষ্টিসহায়ক হিসেবেই দেখা দেবে।
প্রাথমিকভাবে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সটি সামরিক কাজে ব্যবহার হবে। পরে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ও চক্ষুরোগে আক্রান্তদের জন্য ব্যবহার করা হতে পারে।