এক হাজার ৭০০ কোটি ইউরো বিনিয়োগ করবে অ্যাপল

আয়ারল্যান্ড এবং ডেনমার্কে এক হাজার ৭০০ কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছে অ্যাপল। বড় ধরনের এই বিনিয়োগ দিয়ে গড়ে তোলা হবে ডাটা সেন্টার।
আয়ারল্যান্ডের মধ্য জুটল্যান্ডের কাউন্টি গলওয়ে এবং ভাইবর্গে গড়ে তোলা হবে এসব ডাটা সেন্টার। অত্যাধুনিক এসব ডাটা সেন্টার গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করেছে অ্যাপল। আয়ারল্যান্ডের ডাটা সেন্টারগুলোতে তিনশোর বেশি লোকের কর্মসংস্থান হবে।
বিবিসিতে প্রকাশিত এই খবরে আরো বলা হয়, বিদ্যুতের জন্য এসব ডাটা সেন্টারে ব্যবহার করা হবে নবায়নযোগ্য জ্বালানি। বড় আকারের এসব ডাটা সেন্টার ব্যবহার করা হবে অ্যাপলে অনলাইন মিউজিক এবং অ্যাপ স্টোর পরিচালনার কাজে। উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার, ইন্টারনেট সার্ভার এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা এসব ডাটা সেন্টার গড়ে তোলা হবে।
আয়ারল্যান্ড সরকারের বন বিভাগের কাছ থেকে পাওয়া জায়গাতেই তৈরি করা হবে গুগলের ডাটা সেন্টারের কাজ। এ প্রসঙ্গে আইরিশ প্রধানমন্ত্রী এনদা কেনি বলেছেন, ‘এটা আয়ারল্যান্ডে বড় ধরনের বিনিয়োগের একটি। এই বিনিয়োগের ফলে গলওয়ে এবং এর আশপাশের বাসিন্দারা উপকৃত হবেন।’