ছাতা যখন স্মার্ট
যে গরম পড়ছে, আজকাল বাইরে তাতে একটা ছাতা হাতে রাখা ভালো। কিন্তু ছাতা অনেকেই সাথে নিতে চান না। কারণ মনের ভুলে বাসে, অফিসে বা চায়ের দোকানের বেঞ্চে ফেলে আসেন দরকারি জিনিসটাকে। ফেলে আসা মানে হারিয়ে ফেলা। আপনি যতক্ষণ ছাতার খোঁজে ফিরে আসবেন, ততক্ষণে সেটা অন্য কেউ নিজের মনে করে নিয়েও যেতে পারে। কিন্তু ছাতা ছাড়াও তো চলবে না এই রোদ-বৃষ্টির দেশে। তাহলে?
নিউইয়র্কের গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান দাভেক এমন এক ছাতা বানিয়েছে, যা কিনা আধুনিক প্রযুক্তিবান্ধব। আপনি হারিয়ে ফেললেও ছাতা আপনাকে খুঁজে বের করবে। ৭৯ ডলার দামের এই ছাতার নাম তারা দিয়েছে দাভেক অ্যালার্ট আমব্রেলা।
দাভেকের এই ছাতার হাতল তৈরি করা হয়েছে দস্তা দিয়ে। আর কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কারখানায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ফাইবারগ্লাস। এই ছাতায় রয়েছে সিআর২০৩২ কয়েন ব্যাটারি, একটি মোশন সেন্সর এবং ব্লুটুথ ৪.০ প্রযুক্তি। অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিংয়ের অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত থাকবে ছাতাটি।
এতকিছু কেন? যাতে আপনি হারিয়ে গেলে আপনাকে খুঁজে নিতে পারে সে। ছাতা থেকে ৩০ ফুট দূরে গেলেই আপনার মোবাইলে সতর্কবার্তা পৌঁছে যাবে, ‘মশাই, ছাতাখানা যে ফেলে গেলেন’!
তবে তার জন্য ছাতার ভেতর আপনাকে আগে থেকেই ‘ওয়েক আপ’ অ্যালার্ট চালু করে রাখতে হবে। এটি চালু থাকলেই আপনার স্মার্টফোনে থাকা অ্যাপটির মাধ্যমে ছাতা আপনাকে জানান দেবে যে আপনি তাকে ছাড়াই রওনা দিয়েছেন। আবার বাড়ি ফিরে অ্যালার্টটি বন্ধ করে দিলে ছাতা আর আপনাকে জ্বালাতন করবে না।
একটি এক কয়েনের ব্যাটারিতে ছাতাটি কয়েক বছর নিশ্চিন্তে আপনার সেবায় নিয়োজিত থাকবে। আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে দাভেক অ্যালার্ট আমব্রেলা। প্রথম দফায় ৫০ হাজার ডলার মূল্যের ছাতা বিক্রির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে পৌঁছাতে পারলে এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাইরেও স্মার্ট ছাতাটি রপ্তানি করতে আগ্রহী তারা।