চীনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৬২ কোটি
চীনে ৬২ কোটি মানুষ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ সংখ্যা চীনের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে এ খবর।
২০১৫ সালে চীনে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে ৯০ শতাংশ। বর্তমানে দেশটির প্রায় ৬৮ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। চীনা ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চীনে দিনদিন মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীনের ১২ কোটি ৭০ লাখ মানুষ শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করেন।
সিএনএনআইসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসেবা ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এ ছাড়া ই-কমার্সের ব্যবসাও সম্প্রসারিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে চীনের ৩৫ কোটি মানুষ বিল পরিশোধ, ডাক্তার দেখানো ও লেখাপড়ার কাজ সেরেছেন অনলাইনে।
এ ছাড়া ২০১৫ সালে প্রতি ১৪ জনে একজন চীনা নাগরিক অর্থাৎ সাড়ে নয় কোটি চীনা অনলাইনের মাধ্যমে ট্যাক্সি ভাড়া করেছেন। আর এই কাজটি তাঁরা করেছেন বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে।
চীনে এখন অনলাইনের মাধ্যমে কেনাকাটার কাজ করেন ৪১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এর মধ্যে গত বছরই যোগ হয়েছেন পাঁচ কোটি ব্যবহারকারী।

ফাহিম ইবনে সারওয়ার