বাংলাদেশে নেক্সট-জেন স্যাটেলাইট ইন্টারনেট: একসাথে গ্রামীণফোন ও বিএসসিএল
করপোরেট গ্রাহকদের জন্য স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে গ্রামীণফোন ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দেশের দুর্গম, প্রত্যন্ত ও অবকাঠামো-সীমিত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে নতুন মাত্রা যোগ হবে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরার গ্রামীণফোন জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান যৌথভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন জানায়, যেসব শিল্পখাতে সার্বক্ষণিক নেটওয়ার্ক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি এবং মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য-বিশেষত জ্বালানি খাত, উপকূলীয় অঞ্চল, সীমান্তবর্তী এলাকা ও রিমোট সাইট-সেসব খাতের জন্য এই স্যাটেলাইট সেবা বড় পরিবর্তন আনবে।
স্টারলিংকের সেবা যুক্ত হওয়ায় গ্রামীণফোনের বি-টু-বি গ্রাহকরা স্থলভিত্তিক নেটওয়ার্ক দুর্বল এমন এলাকাতেও নির্বিঘ্ন, স্থিতিশীল ও উচ্চগতির সংযোগ পেতে সক্ষম হবেন।
চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন,‘এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বিশ্বমানের সংযোগ নিশ্চিত করা সবসময়ই আমাদের অগ্রাধিকার। বিএসসিএলের সঙ্গে সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ব্যবসায়িক ধারাবাহিকতা ও উৎপাদনশীলতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।’
বিএসসিএলের এমডি ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন-‘গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণে পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। ভৌগোলিকভাবে চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।’

এনটিভি অনলাইন ডেস্ক