প্রথম গুগল শপ
প্রথমবারের মতো নিজেদের পণ্য বিক্রির জন্য আউটলেট খুলেছে গুগল। ‘শপ ইন শপ’ নামের গুগলের এই আউটলেটে পাওয়া যাবে অ্যানড্রয়েডচালিত স্মার্টফোন, ট্যাব ও ক্রোমবুক ল্যাপটপ।
অ্যাপল এবং মাইক্রোসফটের মতো নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির জন্যই এই আউটলেট।
লন্ডনের টটেনহাম কোর্ট রোডে খোলা হয়েছে প্রথম গুগল শপ। অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত গ্যাজেটগুলো কিনতে পাওয়া যাবে এখানে। সেই সাথে সামনে গুগলের কী কী পণ্য আসবে সেটারও একটা ধারণা দেওয়া হবে ক্রেতাদের।
অ্যাপলের মতোই এই খুচরা দোকান থেকে পণ্য কেনার পর তা ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। বাচ্চাদের আলাদা করে কোডিংয়ের জন্য প্রশিক্ষণও দেবে তারা।
এর আগে শুধু ইন্টারনেট মার্কেটপ্লেস গুগল প্লের মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করতে গুগল। গত কয়েক বছর ধরেই গুগলের খুচরা আউটলেটের ব্যাপারটি শোনা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব আউটলেট খোলা হতে পারে বলেও গুঞ্জন ছিল।
এ বছরের মধ্যে যুক্তরাজ্যে আরো দুটি ‘শপ ইন শপ’ খুলবে গুগল। তবে এগুলো কোথায় খোলা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
সারা বিশ্বে আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আউটলেট রয়েছে ৪৫৩টি। এসব আউটলেট থেকে প্রচুর লাভও হচ্ছে প্রতিষ্ঠানটির। আর সে কারণেই আরো আউটলেট বাড়ানোর এবং এগুলোর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।