ফেসবুকেই জানা যায় কারো ঘুমানোর অভ্যাস
বতর্মান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অনেকেই নিয়মিত দীর্ঘ সময় ধরে ফেসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। একজন নিয়মিত ব্যবহারকারীর ফেসবুকে কার্যক্রমের ওপর নজর রেখে জানা যায় তাঁর ঘুমানোর অভ্যাস। এমনটিই দাবি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে কারো ঘুম সম্পর্কে জানার গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোরেন লভ-জনসেন। তাঁর মতে, কারো ঘুমানোর অভ্যাস সম্পর্কে জানতে নির্দিষ্ট ব্যক্তির ফেসবুকে সঙ্গে যুক্ত থাকার সময় সম্পর্কে নজর রাখতে হবে।
সোরেন লভ-জনসেন মেইল অনলাইনকে বলেন, ঘুম থেকে উঠেই অনেকে ফেসবুক দেখেন। আবার রাতে ঘুমানোর আগে একবার অন্তত হলেও ফেসবুক দেখেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ কখন ফেসবুক দেখা হয়, তা জেনেই কারো ঘুমের অভ্যাস সম্পর্কে ধারণা করা যায়।
নিজের বন্ধুদের ঘুমের অভ্যাস সম্পর্কে জানতে সোরেন লভ-জনসেন ফেসবুক মেসেঞ্জারের বিশেষ সেবা ‘টাইম স্ট্যাম্প’ ব্যবহার করেন। এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারের তথ্য জানতে কিছু কোড ও সফটওয়্যার ব্যবহার করেন তিনি। টানা কয়েকদিন ‘টাইম স্ট্যাম্প’ ব্যবহারের পর সোরেন এর তথ্য থেকে জানতে পারেন ওই দিনগুলোতে তাঁর বন্ধুরা কোন সময় ফেসবুকে কোনো কার্যক্রম করেনি। এর মাধ্যমেই তিনি বুঝতে পারেন বন্ধুদের ঘুমানোর অভ্যাস।

অনলাইন ডেস্ক