কুইজে ক্লিক, পুরস্কার প্রতিদিন
আজ থেকে শুরু হচ্ছে এনটিভি অনলাইন এবং মোবাইল মাল্টিমিডিয়ার উদ্যোগে প্রতিদিনের শিক্ষাবিষয়ক কুইজ। প্রতিদিন বিকেল ৫টায় নতুন কুইজগুলো দেখতে পাবেন এনটিভি অনলাইনে। কুইজে অংশ নিতে ক্লিক করতে হবে (http://goo.gl/R8wnRw) এই ঠিকানায়।
সেখানেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে উত্তরদাতার নাম, ঠিকানা এবং মোবাইল ফোন নম্বর দিতে হবে। প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন সঠিক উত্তরদাতা জিতে নেবেন ১০০ টাকার মোবাইল রিচার্জ।
বাংলাদেশের নাগরিক যে কেউ এ কুইজে অংশ নিতে পারবেন। তবে একটি ফোন নম্বর ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ তিনবার কুইজের উত্তর দেওয়া যাবে। মোবাইল মাল্টিমিডিয়া বা এনটিভির সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ কুইজে অংশ নিতে পারবেন না।
প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত কুইজের উত্তর দেওয়া যাবে। প্রতিদিনই থাকবে নতুন নতুন কুইজ। বিজয়ীদের নাম এনটিভি অনলাইনে প্রকাশিত হবে প্রতিদিন বিকেল ৫টায়।
২০০৭ সাল থেকে মোবাইল কনটেন্ট নিয়ে কাজ করে আসছে মোবাইল মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটি। মোবাইলভিত্তিক ইনফোটেইনমেন্ট কনটেন্ট তৈরি এবং বিতরণের কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।
মোবাইল মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ https://www.facebook.com/MobileMojaa