আইডিবিতে চলছে কম্পিউটার মেলা
রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। গত সোমবার (৮ ডিসেম্বর) শুরু হওয়া ছয় দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দুইদিনেই দর্শনার্থীদের ভিড়, ছাড়-উপহার ও বিশেষ উৎসবে পুরো কম্পিউটার সিটি এখন প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
মেলায় গিগাবাইট দিচ্ছে আকর্ষণীয় ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ অফার। মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, ল্যাপটপ কিংবা মনিটর-যেকোনো পণ্য কিনলেই স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। গিগাবাইটের স্টলে মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে স্টার টেক থেকে ল্যাপটপ বা ডেস্কটপ কিনলে মিলছে ওয়্যারলেস হেডফোন,মাউস, মাউসপ্যাড, জিম ব্যাগসহ সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়।
১০টি বিশেষ পিসিতে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়। যেকোনো পণ্য কিনলেই নিশ্চিত উপহার এবং র্যাফেল ড্র-তে অংশ নিয়ে জেতার সুযোগ রয়েছে স্টারলিংক, মনিটর, সাইকেল, প্রিন্টারসহ নানান পুরস্কার। বিসিএস কম্পিউটার সিটি-র পক্ষ থেকেও প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। এখানে দর্শনার্থীরা পাচ্ছেন কক্সবাজার কাপল এয়ার টিকিট, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। মেলায় অংশ নেওয়া আসুস তাদের প্যাভিলিয়নে প্রদর্শন করছে কোপাইলট প্লাস পিসি, এক্সপার্ট সিরিজ, আরওজি গেমিং লাইনআপসহ উন্নত প্রযুক্তির নতুন মডেল। নির্বাচিত ল্যাপটপে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং স্ক্র্যাচ কার্ডে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ ও টি–শার্টসহ নানা উপহার থাকছে। মেলার প্রথম দিনেই এক ক্রেতা এইচপি ল্যাপটপ কিনে পেয়েছেন ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং স্ক্যান করেছেন ১০০% অথেনটিক কিউআর কোড।
প্রদর্শনীতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তাদের পাঁচটি স্টলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পণ্য ও বিশেষ অফার তুলে ধরছে, যা দর্শনার্থীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। লেনোভো অনুমোদিত ইন্টেল ল্যাপটপ কিনলেই মিলছে ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত শপিং ভাউচার। কুডি তাদের স্টলকে সাজিয়েছে ‘ক্যাশব্যাক জোন’ হিসেবে-নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি টি–শার্ট, বিশেষ গিফট ও লাইভ ডেমো সেশন থাকছে। ভেনশন দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ও মূল্যছাড়ের অফার। থোনেট অ্যান্ড ভ্যান্ডার তাদের স্পিকার, সাউন্ডবার ও নেকব্যান্ডে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা।

এনটিভি অনলাইন ডেস্ক