হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি তৈরি করে দেবে এআই
মেটা-মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বৈশিষ্ট্য তৈরি করা হচ্ছে। এটির সাহায্যে খুব শীঘ্রই আপনার প্রোফাইল ছবির জন্য একটি এআইকে নির্দেশনা দিয়ে নিজের ছবি তৈরি করতে সক্ষম হবেন।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শীঘ্রই কোনো ডেসক্রিপশন বা প্রম্পটের মাধ্যমে নিজের ইউনিক এবং পার্সোনালাইজড প্রোফাইল ফটো তৈরি করতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে এআই, ব্যবহারকারীদের ব্যক্তিত্ব, আগ্রহ বা মেজাজকে প্রতিফলিত করবে তাও আবার তাদের নিজের ছবি ছাড়াই। এতে করে একদিকে প্রোফাইল পিকচারে সৃজনশীলতা কাজে লাগানো যাবে। অন্যদিকে যারা নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান, তাদের গোপনীয়তা বজায় থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফোতে হোয়াটসঅ্যাপের ১.২৪.১১.১৭ বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। ফিচারটির একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ডব্লিউএবেটা ইনফো। ছবিতে দেখা গেছে, হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট ‘টেক্সটবক্স’-এ নিজেদের পছন্দমতো ছবির বর্ণনা লিখলেই সে অনুযায়ী ছবি তৈরি করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে নিজের ছবি প্রকাশ না করেই চেহারার আদলে তৈরি ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এট খুব আকর্ষণীয় ফিচার। কারণ ব্যবহারকারীর বর্ণনার উপর ভিত্তি করে যেকোনো ধরনের ছবি তৈরি করে এআই টুল।