ভোক্তা অধিদপ্তর চালু করল ‘বাজারদর’ অ্যাপ

এখন থেকে দেশের যেকোনো প্রান্তে বসেই জানা যাবে খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ দাম। গত সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান উদ্বোধন করেছেন ‘বাজারদর’ নামের নতুন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করেছে।
অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানিয়েছেন, বাজারদর অ্যাপ বাজারে দামের কারসাজি রোধে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবে। ফলে কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সহজ হবে।
যেভাবে ব্যবহার করবেন
গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর ব্যবহারকারীকে বিভাগ ও জেলা নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ‘খাদ্যসামগ্রী’ বা ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পণ্য বেছে নিয়ে প্রতিদিনের দাম দেখা যাবে।
ব্যবহারকারীর সুবিধার্থে অফলাইনেও অ্যাপটি ব্যবহার করা সম্ভব। বর্তমানে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর দেখা যাবে এই বাজারদর অ্যাপের মাধ্যমে।