বাংলাদেশে পোভা সিরিজের তিন ৫জি ফোন আনল টেকনো, জানুন ফিচার

চীনের প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত পোভা ৫জি সিরিজ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে এক গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটি বাজারে আনা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে নতুন এক মাইলফলক হিসেবে পোভা ৫জি সিরিজ উন্মোচন করা হয়েছে। ‘বর্ন টু বি ইউনিক’ ট্যাগলাইনে বাজারে আসা এই লাইনআপে থাকছে তিনটি মডেল-পোভা ৭ প্রো ৫জি, পোভা স্লিম ৫জি ও পোভা কার্ড ৫জি।
পোভা ৭ প্রো ৫জি
ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, স্ট্যাটাস লাইট, ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিনসহ এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ডিসপ্লে। শক্তির জন্য থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। ফোনটির দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
পোভা স্লিম ৫জি
বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ৫জি ফোনটি মাত্র ৫.৯৫ মিমি পুরু। এতে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জ ও উন্নত কুলিং সিস্টেম রয়েছে। এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ফোনটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্ট উত্তীর্ণ। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
পোভা কার্ড ৫জি
ডায়মেনসিটি ৭৩০০ প্রসেসর, হাইপার গেমিং ইঞ্জিন ও ৯০ এফপিএস পাবজি গেমপ্লে সাপোর্টসহ গেমিং-অরিয়েন্টেড এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ডিসপ্লে। দাম ধরা হয়েছে ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
বিশেষ ফিচার
তিনটি ডিভাইসেই থাকছে নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস, ১৬ জিবি র্যাম (৮+৮ জিবি এক্সটেন্ডেড), ২৫৬ জিবি স্টোরেজ, উন্নত ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোল।
আইস্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টেকনো প্রতিশ্রুতিবদ্ধ। পোভা সিরিজের মাধ্যমে ব্যবহারকারীরা এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইনের অভিজ্ঞতা পাবেন।’
বাংলাদেশের সব টেকনো আউটলেটে এখন পাওয়া যাচ্ছে পোভা ৫জি সিরিজের ফোনগুলো।