বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেটের বিশেষ নিবন্ধন প্রক্রিয়া চালু করছে বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য বিশেষ প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে। এনইআইআর (National Equipment Identity Register–NEIR) সিস্টেমের আওতায় এই কার্যক্রম চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ-সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি রবিবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় থেকে বৈধ–অবৈধ/অফিসিয়াল-অনঅফিসিয়াল সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে। তবে বিদেশ থেকে আনা হ্যান্ডসেট প্রথমবার নেটওয়ার্কে সংযুক্ত হলে ব্যবহারকারীকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করে বিশেষ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এই নিবন্ধনের জন্য ব্যবহারকারীকে মোবাইলে প্রাপ্ত এসএমএস নির্দেশনা অনুসরণ করে তথ্য জমা দিতে হবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে বৈধভাবে আনা হ্যান্ডসেটও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে। ওয়েবসাইট: https://neir.btrc.gov.bd
এনইআইআর সম্পর্কিত তথ্যসেবা
বিটিআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে-এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য হেল্পডেস্ক ১০০ নম্বরে কল করা যাবে। যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে ডায়াল করুন *16161#। অপারেটরদের কাস্টমার কেয়ার ১২১ নম্বরে কল করেও সহায়তা পাওয়া যাবে। সাধারণ জিজ্ঞাসার সমাধানের জন্য ভিজিট করুন: http://neir.btrc.gov.bd।
বিটিআরসি জানিয়েছে, এইআইআর সিস্টেম চালু হলে অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ সহজ হবে, সরকারের রাজস্ব সুরক্ষিত থাকবে এবং গ্রাহক সুরক্ষা আরও জোরদার হবে।

এনটিভি অনলাইন ডেস্ক