অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণ
মিয়ানমারের নেতা অং সান সু চির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থীকে অপহরণ করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) এই প্রার্থীরা আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে গিয়ে গত সপ্তাহে অপহরণকারীদের কবলে পড়েন।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন স্টেটের একটি বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি (এএ) সোমবার অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে।
আরাকান আর্মি এই প্রার্থীদের বিনিময়ে ছাত্র বিক্ষোভের সময় আটকদের মুক্তির দাবি জানিয়েছেন, খবর আলজাজিরার।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, ক্ষমতাসীন দল এনএলডির তিন প্রার্থী- মিন অং, নি নি মে মিয়ান্ট এবং চিট চিট চাওকে তাঁরাই অপহরণ করেছে।
বিবৃতিতে গোষ্ঠীটি আরো জানায়, তাঁরা অপহৃতদের মুক্তি দিতে প্রস্তুত। যদিও এর বিনিময়ে সাম্প্রতিক বিক্ষোভের সময় কর্তৃপক্ষের হাতে আটক শিক্ষার্থী এবং নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে।
তবে এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট বলেন, ‘আরাকান আর্মি যদি এভাবে দাবি তুলতে থাকে, তাহলে তা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।’