অক্সিজেন সংকটে ইন্দোনেশিয়ার এক হাসপাতালে ৬৩ কোভিড রোগীর মৃত্যু

Looks like you've blocked notifications!
অক্সিজেন সংকটে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ৬৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে সম্প্রতি অক্সিজেন সংকটে ৬৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

জানা গেছে, গত সপ্তাহান্তে ইয়গ্যাকারতা শহরের ড. সারদজিতো জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সংকট দূর করার জন্য অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। কিন্তু, তাতেও বাঁচানো যায়নি ৬৩ জন কোভিড রোগীর প্রাণ। ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়াজুড়ে করোনার সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।

ড. সারদজিতো হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত গতকাল রোববার এক বিবৃতিতে  বলেন, ‘ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করা হয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টিন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে।