অতিরিক্ত বায়ু দূষণের ফলে ব্যাংককে ৪৫০ স্কুল বন্ধ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৪৫০টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে শিক্ষার্থীদের ক্ষতির কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল শুক্রবার পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। সেই সঙ্গে নগরের দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকাকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ বলেও ঘোষণা করা হয়েছে।
ব্যাংককের গভর্নর অশ্বিন কাওয়ানমুয়াং জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। তাই স্কুলগুলোকে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীরা স্কুলে না এলে রাস্তায় যানবাহন কম চলবে বলে তাঁর আশা।
দূষণ সংকট থেকে বেরিয়ে আসতে কৃত্রিম মেঘের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে। চিনা নববর্ষে লোকজনকে আতশবাজি পোড়াতেও নিষেধ করা হয়েছে। কিন্তু, ব্যাংককবাসী সরকারের এই নামমাত্র পদক্ষেপে একদমই খুশি নন। এই পরিস্থিতিতে বায়ু দূষণরোধী মাস্কের মজুত ফুরিয়ে যাওয়ায়, জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।