অধস্তনদের চাকরি বাঁচাতে কার্ডিনালদের বেতন কাটলেন পোপ

Looks like you've blocked notifications!
পোপ ফ্রান্সিস। ছবি : রয়টার্স

মহামারি করোনাভাইরাসে ভ্যাটিকানের আয় কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক চাপে ভ্যাটিকানের কার্ডিনালদের বেতন ১০ শতাংশ কাটার নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিস। অধস্তন কর্মীদের চাকরি বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

১ এপ্রিল থেকে বেতন কাটার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছেন পোপ।

ভ্যাটিকানের এক মুখপাত্র জানিয়েছেন, অধস্তন অল্প বেতনের কর্মীদের বেতন কাটা হবে না। বরং তাদের চাকরি বাঁচাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাটিকান ও রোম মিলিয়ে কার্ডিনালদের বসবাস। তাঁরা চার থেকে পাঁচ হাজার ইউরো করে বেতন পান বলে ধারণা করা হয়। এ ছাড়াও থাকার জন্য বাজারের চেয়ে অনেক কম ভাড়ায় অ্যাপার্টমেন্টও পান তাঁরা।

কার্ডিনালরা ছাড়াও নির্বাহী কর্মকর্তারাও পদভেদে তিন থেকে আট শতাংশ বেতন কম পাবেন।

এ মাসের শুরুতে ভ্যাটিকানের শীর্ষস্থানীয় অর্থনৈতিক কর্মকর্তা জানান, কোভিড-১৯-এর কারণে বিশ্বের সব ক্যাথলিক চার্চের প্রশাসনিক কর্তৃপক্ষ ‘দ্যা হোলি সি’কে এ বছর রিজার্ভ থেকে চার কোটি ইউরো ভাঙতে হবে।

এ বছর পাঁচ কোটি ইউরো ঘাটতিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছে দ্যা হোলি সি। ১৫ মাস ধরে ভ্যাটিকানের জাদুঘরগুলো বন্ধ রয়েছে। সারা দুনিয়ার পর্যটকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে ভ্যাটিকানের জাদুঘরগুলো।