অনিরাপদ দেশে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাবেন না : পোপ ফ্রান্সিস

Looks like you've blocked notifications!
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার মতো অনিরাপদ দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এমন দেশে অনেককেই সহিংসতা ও কনসেন্ট্রেশন ক্যাম্পের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছেন এবং এটি নিয়ে বিভিন্ন মতপার্থক্য দেখা যাচ্ছে, তখন রোববার প্রার্থনায় এই আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস।

লিবিয়ায় হাজারো অভিবাসনপ্রত্যাশী, শরণার্থী ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে পোপ ফ্রান্সিস বলেন, ‘যেসব দেশ নিরাপদ নয় সেসব দেশে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠানো আমাদের বন্ধ করতে হবে।’

সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন রোমান ক্যাথলিক এই ধর্মগুরু।

লিবিয়া ও ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে দীর্ঘ মেয়াদি সমাধানের প্রতিশ্রুতি রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ। তিনি বলেন, ‘লিবিয়ায় অনেক পুরুষ, নারী ও শিশু অমানবিক সহিংসতার শিকার। যাদের সেখানে ফেরত পাঠানো হচ্ছে, তাদের কত ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হচ্ছে! আমি আপনাদের কখনও ভুলে যাইনি, আমি আপনাদের কান্না শুনছি।’