অন্যত্র না পেলে ফের রাশিয়ার তেল নেবে শ্রীলঙ্কা

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত

অন্য সরবরাহকারী থেকে তেল না পেলে রাশিয়ার কাছ থেকে ফের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা।

আজ রোববার প্রকাশিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেল অন্যত্র পেলে সেখান থেকেই নেব। তবে না পাওয়া গেলে, ফের আমাদের রাশিয়ার তেলের দিকেই যেতে হবে। তবে আমরা অবশ্যই আমাদের মূল সরবরাহকারী আরব দেশগুলোর কাছেই চাইছি।’

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, অন্য সরবরাহকারীর নিকট চাইছি আমরা। কিন্তু মস্কোর কাছ থেকেও আরও তেল কিনতে আগ্রহী আমরা। যদিও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিরাট অংশ বন্ধ করেছে।’

রাশিয়া শ্রীলঙ্কাকে গম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন রনিল বিক্রমাসিংহে।