অফিসে বিন লাদেনের ছবি রাখায় চাকরি গেল ভারতীয় কর্মকর্তার

Looks like you've blocked notifications!
আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। ছবি : সংগৃহীত

অফিসে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের ছবি রাখায় ভারতের উত্তরপ্রদেশে নিযুক্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

ভারতের রাষ্ট্রীয় কোম্পানি দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (ডিভিভিএনএল) সাব-ডিভিশনাল অফিসার রবীন্দ্র প্রকাশ গৌতম নিজের অফিসে ওসামা বিন লাদেনের ছবি রেখেছিলেন।

আল-কায়েদার শীর্ষ সন্ত্রাসী হলেও ওই কর্মকর্তার অফিসে থাকা বিন লাদেনের ছবিতে তাকে ‘বিশ্বের শ্রেষ্ঠ প্রকৌশলী’ হিসেবে আখ্যায়িত করা ছিল। ওই ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পরে ডিভিভিএনএলের পক্ষ থেকে তদন্ত করে এর সত্যতা মিললে এসডিও রবীন্দ্র প্রকাশ গৌতমকে বরখাস্ত করা হয়।