অল্পের জন্য রক্ষা পেলেন যোগী আদিত্যনাথ

Looks like you've blocked notifications!
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মাঝআকাশে হেলিকপ্টারটিতে একটি পাখির আঘাত লাগার পরপরই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ে হেলিকপ্টারটি। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন যোগী আদিত্যনাথ। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনস গ্রাউন্ড থেকে লখনউয়ে যাচ্ছিলেন যোগী আদিত্যনাথ। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের সঙ্গে একটি পাখির আঘাত লাগলে বিপত্তি ঘটে।

সূত্রের খবর, হেলিকপ্টারটির কোনো ক্ষতি হয়নি। সেটির যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অক্ষত আছেন।

বারাণসী জেলা ম্যাজিস্ট্রেট কৌশলরাজ শর্মা বলেন, ‘একটি পাখি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আঘাত করেছিল যখন এটি এখান (বারাণসী) থেকে লখনউয়ের উদ্দেশে যাত্রা করেছিল। তারপর এটিকে এখানে অবতরণ করতে হয়েছিল।’

যোগী আদিত্যনাথ গতকাল শনিবার বারাণসী আসেন। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন।