অস্ট্রিয়া থেকে ৪ রুশ কূটনীতিক বহিষ্কার

Looks like you've blocked notifications!
অস্ট্রিয়া থেকে চার রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিয়েছে ভিয়েনা। ছবি : সংগৃহীত

ইউরোপের দেশগুলো থেকে চলতি সপ্তাহে ডজন খানেক রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রিয়া থেকে চার রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিয়েছে ভিয়েনা।

আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে, বহিষ্কৃত ৪ কূটনীতিকের ৩ জন ভিয়েনায় রুশ দূতাবাসে ও একজন সলজবার্গে রুশ কনসুলেটে কাজ করতেন।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কূটনীতিকদের 'অবাঞ্ছিত' ঘোষণা করায় তাদেরকে আগামী মঙ্গলবারের মধ্যে অস্ট্রিয়া ছাড়তে হবে।

বিবৃতি মতে, রুশ কূটনীতিকদের আচরণ 'শিষ্টাচার' বহির্ভূত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

মস্কো বলেছে, তারা অস্ট্রিয়ার এমন আচরণের 'সমুচিত' জবাব দেবে।

চলতি সপ্তাহে ইউরোপীয় দেশ থেকে ডজন খানেক রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।