অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে আটকে পড়া ২০০ তিমির মৃত্যু

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পশ্চিম রুক্ষ উপকূলে সমুদ্রতীরে আটকে পড়া প্রায় ২০০ পাইলট প্রজাতির তিমির মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পশ্চিম রুক্ষ উপকূলে সমুদ্রতীরে আটকে পড়া প্রায় ২০০ পাইলট প্রজাতির তিমির মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার উদ্ধারকর্মীরা আজ বৃহস্পতিবার এ কথা জানান। খবর এএফপি ও ফ্রান্স২৪-এর।

রাজ্যের বন্য প্রাণী পরিষেবা কার্যক্রমের ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত।

ছবিতে দেখা যায়, মসৃণ ও কালো স্তন্যপায়ী কয়েক ডজন প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো তটরেখায় আটকে রয়েছে, যেখানে হিমশীতল দক্ষিণ মহাসাগর বালুকাবেলায় মিলিত হয়েছে।

এ ঘটনার দেখভালের দায়িত্বে থাকা ক্লার্ক বলেন, ‘আমরা সৈকত থেকে প্রায় ৩৫টি জীবিত প্রাণী উদ্ধার করতে পেরেছি। আজ সকালে আমাদের প্রথম কাজ হবে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া এই প্রাণীগুলো সমুদ্রে ছেড়ে দেওয়া।’

দুই বছর আগে ম্যাককুয়েরি হারবারের কাছেই দেশটির সর্বকালের সবচেয়ে বেশি তিমি আটকে পড়ে। ওই সময় প্রায় ৫০০ তিমি আটকে পড়েছিল। তাসমানিয়ার হিমশীতল পানিতে তাদের অবমুক্ত করতে কয়েক ডজন স্বেচ্ছাসেবকের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও প্রায় ৩০০ মারা তিমি যায়।

ক্লার্ক জানান, সর্বশেষ আটকে পড়ার পরিস্থিতি দুই বছর আগের তিমিগুলোর অবস্থার চেয়েও কঠিন। ওই সময় প্রাণীগুলো আরও বেশি পানির মধ্যে ছিল।