অস্ট্রেলিয়ায় আঘাত হানল সাইক্লোন সেরোজা

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে সাইক্লোন সেরোজা। ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে সাইক্লোন সেরোজা। স্থানীয় সময় আজ সোমবার ভোরে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে কালব্যারি শহরে এটি আঘাত হানে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশকিছু অঞ্চল। খবর রয়টার্সের।

সাইক্লোনের আঘাতে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে গাছপালা। বেশকিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টি বর্তমানে তীব্র শক্তি নিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। 

এখনো বেশ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সাইক্লোন সেরোজার আঘাতে এখন পর্যন্ত কারোর মৃত্যুর কবর পাওয়া যায়নি।

সাইক্লোনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।