অস্ত্রোপচারে রোগীর পেট থেকে বের হলো এক কেজি পেরেক-স্ক্রু!

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার চিকিৎকেরা এক ব্যক্তির পেট থেকে এক কেজিরও বেশি পেরেক-স্ক্রু বের করেছেন। অ্যালকোহল ছাড়ার পর ওই ব্যক্তি ধাতব বস্তু খাওয়া শুরু করেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।
মারাত্মক পেট ব্যথা নিয়ে এক ব্যক্তি বাল্টিক বন্দরনগরী ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন। পরিচয় গোপন রাখার স্বার্থে চিকিৎসকেরা ওই ব্যক্তির নাম জানাননি। এ ঘটনা গত শুক্রবারের।
এক্স-রে রিপোর্টে ওই ব্যক্তির পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখা যায়। বস্তুগুলো দৈর্ঘ্যে প্রায় ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি)।

সার্জন সারুনাস ডইলিডানাস বলেন, ‘তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে সব ধাতব বস্তু বের করা হয়। এক্স-রে কন্ট্রোলের সাহায্যে এ অস্ত্রোপচার করা হয়।’
হাসপাতাল কর্তৃপক্ষ সার্জিক্যাল ট্রেতে রাখা পেরেক ও স্ক্রু’র ছবি স্থানীয় মিডিয়াকে সরবরাহ করে।
ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস স্থানীয় গণমাধ্যমকে বলেন, এর আগে ‘আমরা কখনও এমন কিছু দেখিনি।’
ক্লাইপেদা হাসপাতালের ওই চিকিৎসক জানান, ওই ব্যক্তি মদ্যপান ছেড়ে দেওয়ার পর গত মাসে ধাতব বস্তু খাওয়া শুরু করেছিলেন। চিকিৎসক আরও বলেন, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।