আইএলও’র আলোচনায় সভাপতিত্ব করবে বাংলাদেশ
করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত শ্রমবাজারকে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণে সদস্য দেশগুলোকে নিয়ে আলোচনায় বসতে চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আর এতে সভাপতিত্ব করবে বাংলাদেশ।
জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রমজগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে সফল ও কার্যকরী উত্তরণের জন্য অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনার ফলশ্রুতিস্বরূপ কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে, যা ৩ থকে ১৯ জুন অনুষ্ঠিতব্য ১০৯-তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে।
খসড়ার ওপর সদস্য রাষ্ট্রসমূহের মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত নেগোশিয়েসন অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ নেগোশিয়েসনে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান নেগোশিয়েসনে সভাপতিত্ব করবেন।
খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশীয়-প্রশান্ত অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে থাকে।