‘আগামী সপ্তাহে’ হোয়াইট হাউসে ইসরায়েল-আমিরাত আনুষ্ঠানিক চুক্তি
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বলে সেখানকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের টিভি চ্যানেল থারটিনের একজন সাংবাদিক জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর তেলআবিব ও আবুধাবির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে, হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা টুইট করে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু টুইট করেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হব। সেখানে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তিচুক্তি উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেব।’
ইসরায়েলের থারটিন টিভি চ্যানেল জানিয়েছে, আবুধাবি-তেলআবিব চুক্তি স্বাক্ষরের আগে আরো কিছু আরব দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করার চেষ্টা চলছে। বিশেষ করে বাহরাইন ও সুদানকে এ কাজে উদ্বুদ্ধ করতে ওয়াশিংটন ও তেলআবিব ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। সে সময় বলা হয়েছিল, শিগগিরই দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক