আগাম ১৫ লাখ কবর খুঁড়ে রাখছে দক্ষিণ আফ্রিকা (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসে দিশেহারা পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকায়। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় দেশটি আগাম কবর খুঁড়ে রেখে প্রস্তুতি নিচ্ছে।

সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে এসব কবর খোঁড়া হচ্ছে। দেশটিতে করোনার হট স্পট এই প্রদেশ।

গাওতেং কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এসব কবর খুঁড়ছে। অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। তবে মাসুকু আশা করেন, এসব কবরের যেন প্রয়োজন না হয়।

রাজধানী প্রেটোরিয়া এবং দেশটির সবচেয়ে বড় শহর জোহান্সবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। জোহান্সবার্গ এই অঞ্চলের রাজধানী।

গাওতেংয়ে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে, যা দেশের মোট আক্রান্তের ৩৩ শতাংশ। এরই মধ্যে দুই লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এর মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছে তিন হাজার ৬০২ জন।