আজভস্টালে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী : আজভ কমান্ডার

Looks like you've blocked notifications!
মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায়। ছবি : রয়টার্স

রুশ বাহিনী মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় সর্বাত্মক আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের এ অংশটিই এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আজভ রেজিমেন্টের কমান্ডার ডেনিস প্রোকোপেনকো বলেছেন, ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনীয় বাহিনী দ্বিতীয় দিনের মতো ‘কঠিন রক্তক্ষয়ী যুদ্ধ’ করছে। খবর বিবিসির।

বেশ কিছুদিন ধরে অব্যাহত হামলার পর, রুশ বাহিনী ‘আজভস্টাল ইস্পাত কারখানা এলাকায়’ প্রবেশ করেছে বলে জানা গেছে। কারখানাটির ভেতরে শিশুসহ প্রায় ২০০ বেসামরিক লোক আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইস্পাত কারখানায় রাশিয়ার হামলার খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

টেলিগ্রামে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আজভ রেজিমেন্টের কমান্ডার বলেছেন, ‘আমি আমার সৈন্যদের জন্য গর্বিত, যারা শত্রুর চাপ নিয়ন্ত্রণে অতিমানবীয় প্রচেষ্টা চালাচ্ছে... পরিস্থিতি অত্যন্ত কঠিন।’

এদিকে, কারখানাটিতে যারা এখনও রয়ে গেছে, তাদের জীবন বাঁচাতে সাহায্য করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

‘সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাদের বাঁচাতে আপনার সাহায্য চাই,’ টেলিফোন কলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বলেছেন জেলেনস্কি।