আজারবাইজানের এয়ার শোতে প্রশংসিত তুর্কি ড্রোন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

আজারবাইজানে এয়ার শোতে দর্শকদের কাছে তুরস্কের ড্রোন প্রশংসা কুড়িয়েছে। উল্লসিত দর্শকের সামনে দ্রুতগতির তুর্কি এ ড্রোন চক্রাকারে উড্ডয়ন দক্ষতার মাধ্যমে আকাশে মিলিয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন করে।

এ ধরনের তুর্কি ড্রোন ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছে। বার্তা সংস্থা এএফইর বরাতে সংবাদ সংস্তা বাসস এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া অ্যারোস্পেস ও টেকনোলজি উৎসব ‘টেকনোফেস্টে’ তুরস্ক অ্যারোস্পেস প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করে।

আজ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘টেকনোফেস্টে’ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা কোম্পানি ‘বেয়কার’ তুরস্কের এ ‘টিবি ২’ ড্রোন তৈরি করেছে। এরদোয়ানের জামাতা সেলচুক বায়রাক্তার এ কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে ড্রোন প্রযুক্তির ব্যাপক উন্নয়নে সাফল্যের জন্য সুনাম অর্জন করেছেন।

বুধবার আজারবাইজানের বিমান বাহিনীর মিগ-২৯ এবং তাদের কমব্যাট ড্রোন ‘আকিনসি’র সঙ্গে তুরস্কের বায়রাক্তার ড্রোন বাকুর আকাশে উড্ডয়ন করে।

তুরস্কের ড্রোনগুলো প্রথম ত্রিপোলি সরকারের বিরুদ্ধে বিদ্রোহী কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অগ্রযাত্রা ঠেকাতে ব্যবহারের মাধ্যমে প্রশংসা অর্জন করে।

নাগরনো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান এ ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য অর্জন করে।