আফগানিস্তানকে ৭৫ লাখ ডলার সহায়তা দেবে চীন

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পাকতিকা প্রদেশের কালি গ্রামের মানুষজন একটি সেচপাম্প থেকে পানি সংগ্রহ করছেন। ছবিটি আজ শনিবার তোলা। ছবি : রয়টার্স

ভূমিকম্প ও বন্যায় পর্যুদস্ত আফগানিস্তানকে ৫০ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৭৫ লাখ মার্কিন ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অর্থসহায়তার কথা জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য দেওয়া হয়।

বাংলাদেশি মুদ্রায় এ অর্থসহায়তার পরিমাণ দাঁড়ায় ৬৯ কোটি ৪১ লাখ টাকারও বেশি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার জানানো হয়, আফগানিস্তানকে চীনের সহায়তার মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা ও অন্যান্য সামগ্রী থাকবে।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে গত বুধবার গভীর রাতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের ঘটনায় দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং ১০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আফগানিস্তানে বন্যায়ও বহু মানুষ হতাহত হয়েছে।