আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৬

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের রাজধানী কাবুল। ছবি : রয়টার্স

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয় বেসামরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকুর লেখেন, ‘আফগান বাহিনীকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে ওই হামলাকারী। তবে, সৌভাগ্যবশত লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই এটি বিস্ফোরিত হয়। এতে ওই হামলাকারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।’

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘মন্ত্রণালয়ের অতি নিকটে অবস্থিত মালিক আসগার স্কয়ারের চেকপোস্টে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়। তবে, ওই হামলাকারী বিস্ফোরকগুলো বিস্ফোরিত করে দেয়।’

আল-জাজিরা বলছে, যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরসহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। এই হামলায় তালেবানের নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে। এ হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ।