আফগানিস্তানের মসজিদে ফের বিস্ফোরণ, নিহত ৩৩

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের রাজধানী কাবুলের আব্দুর রহমান মসজিদ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হন আরও অনেকে। খবর আল জাজিরার।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন।’

হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই-শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।