আফগানিস্তানে আজ ঈদ

Looks like you've blocked notifications!
মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছে দেশটির মানুষ। ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছে দেশটির মানুষ। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার রোববার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।

গতকাল শনিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফারাহ, গজনি, কান্দাহার ও ঘোর এলাকা থেকে চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে, তাই রোববার দেশটিতে ঈদুল-ফিতর উদ্‌যাপন করা হবে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডিসপ্যাচ।

এদিকে, তালেবানের মুখপাত্র এবং উপ-তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদও রোববার ঈদুল ফিতর ঘোষণা করেছেন এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে ঈদুল ফিতর উদ্‌যাপন হবে আগামীকাল সোমবার (২ মে)।