আফগানিস্তানে তালেবান হামলায় ১০ সেনা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/29/afgan-pic.jpg)
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক জানান, শুক্রবার গভীর রাতে প্রথমে একটি সেনা চৌকিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ সময় আরো চার সেনা আহত হন।
তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করে বলেছেন, তাঁরা অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছেন।
হেলমান্দ প্রদেশ, বিশেষ করে সাংগিন জেলায় যেখানে আক্রমণ হয়েছে, সেখানে তালেবানের বেশ শক্ত অবস্থান রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে তালেবান বিভিন্ন প্রদেশে আফগান সেনাবাহিনী ও নিরাপত্তা চৌকিগুলোতে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার এমনই এক হামলায় ছয় আফগান সেনা নিহত হয়েছিলেন। একইভাবে গত মঙ্গলবার বাল্ক প্রদেশে আরেকটি হামলায় কমপক্ষে সাত আফগান সেনা নিহত হন। তার আগে সোমবার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের হামলায় এক আমেরিকান সেনা নিহত হন।
তালেবান এখনো প্রায় আফগানিস্তানের অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানে মার্কিন দূতের সঙ্গে আলোচনার পরও তারা আফগান সেনাবাহিনী, মার্কিন বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। বোমা হামলায় দেশটির বেসামরিক নাগরিকও মারা যাচ্ছে।