আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে

Looks like you've blocked notifications!
আফগানিস্তানে বিগত ১ মাসে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে বিগত ১ মাসে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। এই সময়ে বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত তিন হাজার মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার তালেবান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগের সরকারের অবকাঠামোগত ভুল ব্যবস্থাপনার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। তবে, যাই হোক—এই প্রাকৃতিক দুর্যোগ তালেবান সরকারের জন্য একটি বড় মাথাব্যথা হিসেবেই দেখা দিয়েছে।

সরকারের দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণরূপে সক্ষম নয় উল্লেখ করে জাবিহুল্লাহ মুজাহিদ এ সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি বন্যা এবং এর কারণে ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পায় তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার মতো পর্যাপ্ত সক্ষমতা আফগানিস্তানের নেই।’

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা বেশ ভোগান্তির মুখে ফেলেছে। বিগত কয়েক বছর ধরেই এমন বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে দেশটির দরিদ্র গ্রামাঞ্চলে ক্ষয়ক্ষতি আরও বেশি।

এর আগে, গত সপ্তাহে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি শরাফুদ্দিন মুসলিম সিএনএনকে বলেছেন, অনেক বন্যা কবলিত এলাকায় জরুরি খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। বিভিন্ন সাহায্য সংস্থা জরুরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু তা যথেষ্ট নাও হতে পারে।