আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত করার দাবি তালেবানের
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী মার্কিন বিমান বিধ্বস্ত করার দাবি করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। সংগঠনটি দাবি করেছে বিমানে থাকা সবাই মারা গেছে।
কিন্তু মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে। হতাহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র, খবর আরটি।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ডেইলি মিরর জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। বিমানটিতে ‘৮৩ জন আরোহী’ ছিলেন ধারণা করা হচ্ছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে সোমবারের ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুরে রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের পাহাড়ি এলাকা ঘাজনিতে বিধ্বস্ত হয়।
এদিকে সরকারি এক কর্মকর্তা দাবি করেছেন যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ানা আফগান এয়ারলাইনসের বোইং ৭৩৭-৪০০ বিমানটি ঘাজনি প্রদেশের দেহ ইয়াক এলাকায় বিধ্বস্ত হয়।