আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

Looks like you've blocked notifications!

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে ট্রাম্প এ ঘোষণা দিলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে তাঁদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত। যে স্বল্পসংখ্যক সাহসী সেনা ও নারী আফগানিস্তানে মোতায়েন আছে তাঁরা বড়দিনে দেশে ফিরে আসবে। খবর সিএনএনের।

এর আগে বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন, আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুল মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দায়িত্বভার নেওয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম।

আগামী বছর তা আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েন বলেন, মার্কিনিদের ঘরে ফিরে আসা প্রয়োজন। তালেবানের সঙ্গে চুক্তি আফগানদেরই করতে হবে বলেও তিনি জানান।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।