আবু ধাবিতে ‘ড্রোন হামলায়’ তিনজন নিহত

Looks like you've blocked notifications!
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সন্দেহভাজন ড্রোন হামলায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সন্দেহভাজন ড্রোন হামলায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

আবু ধাবির পুলিশ নিহতদের মধ্যে দুই ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছে। তবে আহতদের পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। অপরদিকে আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, আবু ধাবির দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ড্রোন হামলার কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ সাইটের কাছে আগুন লেগেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ছোট প্লেনের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ড্রোন থেকেই হয়তো হামলা চালানো হয়েছে। ওই হামলা থেকেই বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই হামলা থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ ছাড়া এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।