আমাজন জঙ্গলে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ব্রাজিলের আমাজন জঙ্গলে যুক্তরাজ্যের সাংবাদিক ডম ফিলিপস। ছবি : সংগৃহীত

ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে (রেইনফরেস্ট) নিখোঁজ ব্রিটিশ সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, রেইন ফরেস্টের প্রত্যন্ত অঞ্চলে দুটি মরদেহ পাওয়া গেছে। এর একটি যুক্তরাজ্যের সাংবাদিক ডম ফিলিপসের। ডেন্টাল রেকর্ডের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

অন্য মরদেহটি আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার বলে ধারণা করা হচ্ছে। তবে সেটির পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার এক বার্তায় ফিলিপের পরিবার জানায়, ‘যারা ডন ফিলিপকে খুঁজে বের করার চেষ্টায় অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে সেসব আদিবাসী গোষ্ঠী যারা আক্রমণের আলামত জোগাড় করতে প্রাণপণ চেষ্টা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল আমাজনে ঢুকে নিখোঁজ হয়েছিলেন ৫৭ বছর বয়সী যুক্তরাজ্যের সাংবাদিক ডম ফিলিপস।

সবশেষ ৩ জুন ব্রাজিলের আমাজন রাজ্যের জাভরি এলাকায় জঙ্গলে তাঁকে ও তাঁর সঙ্গী আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরিইরাকে দেখা গিয়েছিল। দুজনই আদিবাসী গ্রুপের পক্ষ থেকে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডম ফিলিপস গার্ডিয়ান পত্রিকার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। একটি বইয়ের জন্য গবেষণার কাজে তিনি অ্যামাজনে গিয়েছিলেন।