আরব আমিরাতে রেস্তোরাঁয় বিস্ফোরণে তিনজন নিহত

Looks like you've blocked notifications!
সংযুক্ত আরব আমিরাতে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং পর্যটন নগরী দুবাইতে পৃথক বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আবুধাবি বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়কে অবস্থিত ‘রশিদ বিন সাঈদ স্ট্রিটে’ ফাস্টফুডের দোকান কেএফসি অ্যান্ড হার্ডিসে বিস্ফোরণে দুইজন নিহত হন।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ওই বিমানবন্দরে অবতরণ করেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি দল।

সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথমবারের মতো আজই বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুসারে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে।

অন্যদিকে আজ ভোরে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে বিস্ফোরণের কারণে রেস্তোরাঁর ভেতর মারাত্মক ক্ষয়ক্ষতি হতে এবং সেগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।