আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলা, দুই ক্রু নিহত

Looks like you've blocked notifications!
আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। ছবি : সংগৃহীত

আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এ হামলার ঘটনায় জাহাজের দুই ক্রু নিহত হয়েছে। নিহতদের একজন ব্রিটেন ও অপরজন রোমানিয়ার নাগরিক।

বৃহস্পতিবার রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব ৩০০ কিলোমিটার। ব্রিটেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপেরেশন্স এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেনভিত্তিক জোডিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আইয়াল অফের।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

জোডিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল।

তবে মেরিন ট্রাফিক ডট কম’র স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের অনেকগুলো জাহাজে হামলার ঘটনা ঘটেছে।