আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত, জানুয়ারিতে নিয়েছিলেন টিকা

Looks like you've blocked notifications!
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বুয়েনস আইরেসের একটি হাসপাতালে গত ২১ জানুয়ারি ‘স্পুটনিক ভি’ টিকার ডোজ নেন। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’ করোনার টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পান তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক টুইট বার্তায় নিজের করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তিনি বলেন, ‘জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ দিন শেষে সেটির ফলাফল পজিটিভ এসেছে।’

করোনা শনাক্ত হওয়ায় আলবার্তো ফার্নান্দেজ স্বেচ্ছা-আইসোলেশনে আছেন।

ফার্নান্দেজ বলেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। তবে আমি মানসিকভাবে প্রফুল্ল আছি।’

আর্জেন্টিনায় করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় ২৩ লাখ নভেল করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে এবং ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।