আর্মেনিয়ার অস্ত্রাগার দখল করে ভিডিও প্রকাশ করল আজারবাইজান

Looks like you've blocked notifications!

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। চলমান এ সংঘর্ষে আধিপত্য ধরে রেখেছে বলে দাবি করছে আজারবাইজান।

এরই মধ্যে নতুন একটি এলাকা দখলমুক্ত করে আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয় সেনাবাহিনীর গাড়ি, সাঁজোয়া যানসহ একটি অস্ত্রাগার জব্দ করার দাবি করেছে।

দখল করে ওই অস্ত্রাগারের একটি ভিডিও প্রকাশ করেছে আজারবাইজান। ভিডিওটি প্রকাশ করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে আজারবাইজানের সংবাদ সংস্থা ট্রেন্ড নিউজ এজেন্সি জানায়, আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার তিনটি ট্যাংক, নয়টি ইউরাল যান, একটি সাদকো ও একটি ইউএজেড সামরিক যান দখল করেছে।

এ ছাড়া তারা আর্মেনিয়ান সেনাদের থেকে অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজেরি সেনারা জাব্রাইল শহর মুক্ত করার সময় এগুলো নিজেদের দখলে নেয়।